মানুষটি ভুল মানুষ
জন্ম নিয়েছে ভুল তীথিতে
বহুদূর বহুকাল পথ হেঁটেছে ভুল পথে
রোদ্রতপ্ত দিনে আশ্রয় নিয়েছে
ভুল গাছের মায়াবী ছায়ায়
অসহায় একাকী প্রহরে
পরম ভালবেসে ধরেছে
ভুল মানুষের হাত
নিরন্তর মগ্ন থেকেছে
ভুল প্রেমে
মানুষটির শুরু ভুল,শেষ ভুল
যার স্বপ্ন  ভুল
যার মায়া  ভুল
যার ছায়া  ভুল
যার অস্তিত্ব ভুল
চোখের ভাষা ভুল
হৃদয়ের কথোপকথন ভুল
ইচ্ছা আকাঙ্খার রাত্রিদিন ভুল
ভোর গোধূলী ভুল
সব ভুল...
ভুল মানুষটির আকাশে কোন সূয নেই
চাঁদ নেই,জোছনা নেই
সাঁঝ বলাকার বেদনা নেই,কষ্ট নেই
কষ্টের ভার নেই
মানুষটির  বন্ধু নেই,শত্রু নেই
ভালবাসার মানুষ নেই
ভালবাসাহীনতার দীনতা নেই
সঙ্গ নেই,সঙ্গহীনতা নেই
ক্ষত নেই,অভিমান নেই
চোখ ভরা অশ্রু নেই
অকারন বেঁচে থাকার অভিলাষ নেই
অথহীন মৃত্যুর বিলাসিতা নেই
মানুষিট ভুল মানুষ
শুধুই একজন ভুল মানুষ...