এখনও মেয়েটি দাঁড়িয়ে আছে
পথের সেই মোড়টাতে
ছেলেটি যেখানে তাকে রেখে গিয়েছিল
শূন্য,একা, নিরাধার করে..


ওরা দুজনেই জানত
ওদের কখনও কোনদিন
একসাথে, একপথে হাঁটা হবে না
দুজনের পথ চলে যাবে দুই দিকে
নিষ্ঠুর নিয়মে
তারপরও ওরা ফেরাতে পারেনি নিজেদের
একটু একটু করে হারিয়ে গেছে
অপরুপ স্বপ্নের দেশে,নীলাঞ্জন সুখময় স্রোতে
নিজেদের অজান্তে.নিজেদের হারিয়ে..


ওরা দুজনেই জানত
এই স্বপ্নালোকিত ভুবন একদিন ভেঙ্গে পড়বে
ভূমিকম্পের আঘাতে যেমন ভেঙ্গে পড়ে মায়াবতী শহর
তারপরও আঁকড়ে ধরেছে ওরা
লীন হয়েছে ওদেরই মাঝে
নিঃস্ব নিঃশেষ করে বুঝে নিয়েছে
যার সবটুকু তারা সমপন করেছিল
নিঃশর্ত, নিঃসংকোচে পুর্ন মগ্নতার প্লাবনে..


এখনও মেয়েটি দাঁড়িয়ে আছে
পথের সেই মোড়টাতে
ছেলেটির আর কখনই ফেরা হবেনা যেখানে
এক দিনের জন্যও না,
এক মুহুর্তের জন্য না..
তবু মেয়েটি অপেক্ষা করে
কোন এক অরুনধুতি ভোরে
ছেলেটি একটিবারের জন্য হলেও ফিরবে
মেয়েটিকে শেষবারের মত দেখার জন্য
মেয়েটির চোখে চোখ ফেলে
গভীর মমতায় তাকানোর জন্য..


এখনও মেয়েটি দাঁড়িয়ে আছে সেখানেই
ছেলেটিকে অহর্নিশ ভালবেসে
হৃদয়র অতলান্তে,অনিমেষে..