রাতের পর রাত ঘুম আসে না
জাগ্রত মেঘেরাও জেগে থাকে
নিজেকে অচেনা মনে হয়
তুমিও দূরের ব্যাথিত সুরের মত বেজে যাও
কবে দেখা হয়েছিল ?
কোন অনিশ্চিত প্রহরে?
তোমার চোখের জল ছুঁয়ে দেখা হয়নি
তবে আমি কি সেই প্রান্তিক পথিক
জীবনের সব দায়ভার বয়ে নিয়ে চলি
উৎসব মুখর আলাকিত রাতে
দু হাত ভরে আলো চাই?
খোলা জনালার ওপারের মাধবীলতা
এখনও অনেক আপন
তবুও তোমার কাছেই ভুল করে চাই
অনাঘ্রাতা রংধনু ভালবাসা...

সমুদ্র্রের লোনা জল,
আর কতকাল মিটাবে তৃষ্ণা
আমিও ভুলে গিয়েছি
বিশুদ্ধ জল উৎস
তুমিও ভুলে গিয়েছ
বন্য ঘাসফুল
আমাকে আর খোঁজে না কোন মৃন্ময়ী নদী
তোমাকেও খোঁজে না কোন অরুনিমা অরণ্য
চিরন্তন শুধু আমার অর্থহীণ গন্তব্য
আর তোমার  মায়াবী দৃষ্টির  আকন্ঠ তৃষ্ঞা....