দৃশ্যে স্বরূপ সাদৃশ্য
জাতিবর্ণে বিভে'দ বৈষম্য
কেহ শ্রেয়, কেহ নিকৃষ্ট
নামেই মোদের মনুষ্য


হই নাকো কভু তুষ্ট
মনোভাবে ছড়াই উৎকৃষ্ট
কালের প্রস্ফুটিত পুষ্প
ঝরা অ'বধি নয়কো সন্তুষ্ট


জীবনের বাস্তব সাফল্য
সুন্দর মন আর সুস্থ দেহ
সহসাই বহে কেষ্ট
অন্তহীন ছন্দ কিংবা আনন্দ
স্বীয় অর্জে যেহ রহে তুষ্ট