জীবনের মন্ত্র


এমন যদি হত
সপ্নপূরীর মত,
জীবনের যত ক্ষত
অতলে হারায় যেত।


মনের অসুখ সারাই পাবনাই
নাইতো জীবনের ভাবনাই,
রাজধানী মোদের ঢাকা
মিলে সহসায় টাকা,
শিকড় আমার টাংগাইল
উল্লাসে আনন্দে নাহি আর গাই,
আম খেতে রাজশাহী
নিজের রাজ্যে নিজের বাদশাহী।


জানি মিলবে না কভু
ইচ্ছের আরালে প্রভু,
সবাই যদি রাজা হয়
প্রজা হবে কি কচু?
তাই কি জীবনের ক্ষনে
একেক পদে একেক জনে,
ভুলিয়া সমাজের দ্বন্দ্ব
আনিতে জীবনের ছন্দ?


বাজিতে প্রায়স ঝমঝম,
অধ্যবসায় আর শ্রমে আনে
সুমিষ্ট টাংগাইলের চমচম।