সোনার ময়না টিয়া পাখি,
চাই তোমায়, যত্নে তুলে রাখি
রূপে তুমি ডানা কাটা পরী,
আমি তুচ্ছ, কি নামে তোমায় ডাকি ?


গোলাপ রাঙ্গা অঙ্গ তোমার,
চুলে যেন ঘন আঁধার
হাসিতে তোমার মুক্ত গাঁথা,
আঁচলে তোমার মধু মাখা


তোমার স্পর্শে যাই ভুলে বাকি সব-ই,
অন্তরে সুখ যেন অথৈ জলরাশি
রাঙা ঠোঁটে মিষ্টি তোমার হাসি,
ছন্দ ছাড়া জীবনে, ওঠে বাজিয়ে বাঁশি


ভালোবেসে আমায় তুমি, কাছে নাও টানি,
আদর সোহাগের চাদরে, রাখো মোরে ঢাঁকি
আমার কি আর সাজে হওয়া, তোমার সহপাঠী ?
আমি বামন, কি নামে তোমায় ডাকি ?