বাংলার মাটি, প্রাণ, রক্ত
স্বাধীনতা আত্মত্যাগে দিগন্ত
আমি দেখিতে চাই বারে বার,
প্রতিবাদ, বিদ্রোহ, সংগ্রাম অনির্বার


সেই আত্মত্যাগী মায়ের কোলে ফেরা
শীকর উপরিয়ে আগাছা,
ভালবাসায় ঘেরা


কোথায় মোদের বিবেকের পাঠশালা
রক্তচক্ষু অগ্নিশিখা হারিয়ে খুঁজেফেরা


শিকলবন্দি কর, ধর সব চোর শালা
ভেঙে চুরমার,
রক্তপিপাসু ডাকাতের কর্মশালা
তুচ্ছ সব কালো বিষদাঁত
ভাবিস না তোরা পড়বি না ধরা


সবার উপরে যেথায় মানবতা
অন্যায় রুদ্ধ, সদ্ভাব মোদের সার্থকতা
কোটি দেহ একটি প্রাণ,
শক্ত হাতে হাত
যুদ্ধ এবার নতুন স্বাধীনতা ছিনিবার