শৈশব-কৈশোর, জীবনের মোড় ঘোর
         অসৎ সঙ্গ, হৃদ'য় পিষ্ট
     অন্তরে ইবলিশ, দেয় না মূল্য
     শুভাকাঙ্ক্ষী কিংবা বয়োজ্যেষ্ঠ


মৃত্তিকা তে তৈল্য, কি'বা পোড়া খাদ্য
    বিনাশে যায়, হয় না পুনরুদ্ধ


যৌবনে হায় হায়, কি করি উপায়
অন্তরে দেয় কভু সায়, কিন্তু নিরুপায়
     অন্য মন যে ভাবে বেজায়
      আহ, যা হবার-হবে তাই


   বেশটাই যায় অতোলে হারায়,
   অন্তরের মঙ্গল দুঃসাহসে নাই,
  বয়োজ্যেষ্ঠ শুভাকাঙ্ক্ষী মহে যাই