ভালোবাসো মানুষকে,
ভালোবাসা পেতে
তন্দ্রা বিহীন স্বপ্ন,
পূর্ণ হয় কি নিশিতে ?


সীয়  বিছানায় নিমোক্ত
উষ্ণ দুপুরে শীতল জলের মতো
ভাবনায় গভীরতা,
তীব্রতা, বিশালতা
কর্মে শুন্য,
কাটিয়া না ওঠে অলসতা


অহম স্বার্থপরতা ভুবন  ভরিয়া
আত্মত্যাগে নেয় না আপন করিয়া
মরুভূমির মরীচিকা সম মূল্যহীন
আপনাকে আরো আপন,
অন্যকে জলাশয়, পরাধীন সীমাহীন


আরজি সবিনয়ে গাঁথিয়া অন্তরে
সুখ নাহি মিলে অর্থে, অহংকারে
সুন্দর দেহ মন প্রাণ
ভাসে সদা সুখে পানে