কেউ কি আছেন এথায়?
আমি মানুষ এসেছি;
একটু মানবতার আশায়।
এই যে; এই সুখের মহলে-
সদরের ডাক অন্দরে কি যায়?
কেউ কি নেই এথায়?
*   *   *
কিছুকাল পরে সদর দুয়ারে-
কপাট খুলে যায়,
অন্দর হতে কর্তা এসে
আগন্তুককে পায়।
*   *   *
কে আপনি? নিবাস কোথায়?
ভিতরে চলেন; কি হেতু বলেন
এসেছেন আমার দরজায়?
*   *   *
আমি মানুষ, নিবাস পৃথিবী,
চারিধারে মোর দায়,
ক্ষুধার জ্বালায় পথে পথে হেঁটে-
প্রাণ আমার যায় যায়।
সামান্য কিছু খাদ্যের লাগি
এসেছি তোমার দরজায়।
কিছু কি হবে এথায়?
*   *   *
আগন্তুকেরে বসিয়ে কর্তা
অন্দর ঘরে যায়,
দু'হাত ভরে খাবার নিয়ে
ফিরল দরজায়।
*   *   *
এইযে নেন, পেট ভরে খান
হৃদয়ে যাহা চায়,
গৃহে যা'পেলাম সবই আনলাম
দিলাম যে আপনায়।
*   *   *
ধন্য ধন্য ধন্য তুমি
হাজার সালাম তোমায়,
জিতেছ তুমি মানব প্রেমের-
কঠিন পরীক্ষায়।
আমি মানুষ না, ঈশ্বর আমি
মাঝে মাঝে এই জগতে আসতে হয়,
আমার সৃষ্টি মানুষ যখন
আমাকেই ভুলে রয়।
ধরায় যখন অবতার রূপে
মোর আগমন হয়,
পাপের প্রাসাদ বিনাশ করি
পুণ্যের করি জয়।
আজিকে আমি তোমাতে পেলাম
পুণ্যের পরিচয়,
আমার সৃষ্টি মানুষ তুমি
আমাকে করেছ জয়।
আমার গড়া মানুষের ধরা
জেনে রাখো নেই ভয়,
যতক্ষণ এথা হতে থাকবে
মানবতার জয়।