ভোরের গোলাপ- করছে বিলাপ
রৌদ্রছোঁয়া না পেয়ে,
আকাশ পথে- মেঘের রথে
দুঃখ আসছে ধেয়ে।
তাঁরা জানে- সব মানে
সেই দুঃখ আনা জল,
বাঁচায় তাঁদের- জীবন স্বাদের
করেদেয় নির্মল।
তবুও গোলাপ- করছে বিলাপ
রৌদ্র প্রেমের তরে,
তাঁকে বিনে- গোলাপের মনে
আর‍-যে কিছু না'ধরে।।