আজিকে আমার সত্য বলিতে নেই-যে কোন ভয়,
মিথ্যার পথে কিছু নেই; শুধু পরাজয় পরাজয়।
মিথ্যা পথে ফিরাঊন ছিলো জাহেল আর সাদ্দাৎ,
মহাকাল সব ধ্বংস করেছে মিথ্যা পথের জাত।


আজিকে আমার সত্যের পথে যে-জন হইবে বাঁধা,
বিনাশ করিব আপন হস্তে মিথ্যা পুরীর খোদা।


আজিকে আমার ঈশ্বর শুধু একজন ছাড়া নাই,
এক খোদারেই পাইলাম আজ সত্যের পথে যাই।


আজিকে পৃথিবী দেখিতেছে সেই ফিরাঊন যার দেহ,
দণ্ড পেয়েছে মিথ্যা পথ আর অল্পক্ষণের মোহ।
ইতিহাস আজো সাক্ষী দিবে সাদ্দাৎ যার কথা,
স্বর্গ সমেত বিনাশ করিল সত্য পথের খোদা।
দীন দুনিয়ার মালিক আমার সেই অনন্তকাল ধরে,
সৃষ্টি করেছে, বিনাশ করেছে মানুষের হীত তরে।


আজিকে আমার সত্য বলিতে নেই-যে কোন ভয়,
ধন্য আমি দিতে পেরে আজ সত্যের পরিচয়।