ঐ....... দূরে একটা প্রদীপ দেখা যাচ্ছে।
ওই ... ওখানটায় ...,
গ্রামটা পার হলেই হয়ত ধরা যাবে
আলোক প্রদীপ নামের সে-
বহু আরাধণার ফসলটিকে।
***   ***   ***
কই, না-তো!
আমি'তো এই মাত্র সেখান থেকে এলাম,
কোথায় আলো?
ওটা ওখান থেকে আসছেনা।
ওটা আসছে পাশের গ্রাম থেকে।
***   ***   ***
হ্যাঁ, তা হবে হয়ত;
না'ও হতে পারে, কারণ আমার জানা মতে
এ গ্রামের পরে আর লোকালয় নেই।
কেবল চর আর চর
তারপর নদী তারপর সাগর,
কিছুই বুঝা যাচ্ছেনা।
***   ***   ***
তবে কি সাত সমুদ্র তের নদীর-
ওপারে দেখা যাচ্ছে আলোর ওই রেখাটা?
আশ্চর্য!
এটা মায়াবী আলেয়া নয়তো?
***   ***   ***
হয়ত তাই হবে;
যা'ই হোকনা কেন জিনিসটা কিন্তু চমৎকার!
আসলে আমরা অন্ধকার জগতের জীব'তো-
তাই সর্বদা আলোর অপেক্ষায় থাকি,
একটু আলোর ঝলক পেলেই আশায় বুক বাঁধি
কখন এ অন্ধ করাগার থেকে চিরতরে মুক্তি পাব।
সামান্য আলেয়ার আলোকে যদি-
মুক্তির বারতা ভেবে স্বপ্ন দেখি তাতে দোষটা কি?
আমাদের কি আলো দেখার অধিকার নেই?
নাকি এ অন্ধকার সমাজে
জন্মানোটাই আমাদের আজন্ম পাপ!
না...; এ-হতে পারেনা,
ঈশ্বর প্রদত্ত আলোয় আমাদেরো সমান অধিকার আছে,
চল যাই ওই আলোটার কাছে।
আর কোন বাঁধা মানব না!
অনেক সহ্য করেছি; আর নয়,
আমরা মুক্তি চাই!
আমাদের আলো চাই, অনেক আলো!