আমি মৃত্যু দেখেছি জীবনের সাথে
নিত্য করে সে বাস,
জীবনের কথা বলব কি আর
সে-তো মৃত্যুর দাস।
আমি একটা প্রহর ভাবিলাম আজি
ছাড়িয়া সকল কাজ,
খুঝিয়া পেলাম জনম এই-পাশে
ওই-পাশে জম রাজ।
আমি স্বর্গ দেখেছি নরকের পাশে
মাঝখানে তার জল,
স্বর্গ নরক'তো বহুদূর সেথা
জলের'ই পেলামনা তল।
আমি দানব দেখেছি মনবও
দেখেছি দেখিনাই শুদু তারে,
যে কিনা বিরাজে সবার উপরে
এ জগৎ সংসারে।
আমি একবার পেলে তার সাথে দেখা
বলিতাম তারে খুলে,
কোন্ ভুলে আমি কোন কূল না-পাই
মাঝখানে থাকি ঝুলে।।