স্বপ্ন থেকে জন্ম নেয়া
ভবিষ্যৎ কে দেখে।
এই জীবনের স্বরূপ গুলো
একটি নজর দেখে।
শিখেছি আমি কত কি যে
জীবনটাকে নিয়ে,
চলার রাস্তা করে নিবো
স্বপ্নগুলো দিয়ে।


ফুল যদিও ঝরে যাবে
আছে বাঁচার আসা,
পাখিরা ও জানে তবু বাধে
খণকালের বাসা।
জানি তোমাদের হারানো কঠিন
ওহে ইচ্ছাগুলো।
কতটা পথ হেঁটেছি আমি
প্রমাণ পথের ধুলো।

জীবনের পথ এতটা কঠিন
যদিও অনেক বাকি,
ভবিষ্যতের জানিনা কিছু
অপেক্ষাতে থাকি।