ওই সে নীল দিগন্তে আশারূপী পথিক-
তাই বারেবারে আসা,নিরাশা অধিক!
পাষাণে করলে আঘাত তা হয় অতিশয় প্রকট ,
হৃদয় বেদনাঘাত নীরব- নিরন্তর অতীব সংকট!
এবেদনাঘাত করছি বহন আমি যুগ-যুগান্তর ,
তবু দ্বিগুণ প্রেম রসস্রোত করে 'ঘা প্রেমবন্দর!
দিন কী বুঝবে রাতের সেই করুন্ আর্তনাদ,
নিরানন্দে থাকে আলো নিয়ে,ঘটে দিনের প্রমাদ!
ওই প্রেমতো সদা সর্বদা এক ভালো-বাসা খুঁজে-
অধিকার নয়,নয় লালসা,প্রেমের অনুভূতি বুঝে!
মুক্তাকাশে আজ প্রেম ধ্বণি বাজে বিভোরিয়ে ,
মুক্ত তুমি মুক্ত,শুধু বাঁচিয়ে রেখো অনুভূতি দিয়ে!!