বহু বসন্তের সাক্ষী আমার এ দু- নয়ন ,
প্রেম সাগরে হারিয়ে গেছি কোন রাস্তাটি করি চয়ন!
এ বসন্ত আমার বিফলে গেল ওগো প্রেয়সী,
আমি সর্বহারা প্রেমিক হয়ে করি বসন্তের কাছে আর্জি ।।
আজ সুনিগ্ধ আবহে তাকে ফিরিয়ে দাও ওগো বসন্ত।
এ প্রেমিক প্রেম না পেলে বল হবে কী করে শান্ত ??


তুমি বসন্ত অতি চালাক  আসো প্রতিবারই
বল কি করে প্রিয়া ছাড়া এ বসন্ত পার করি!!
তুমিতো বসন্ত আজ সেজেছো প্রিয়া সাজে ,
তার পরশ ছাড়া ইহা আসবেনা কোনো কাজে
এ বসন্ত কী হবে তাকে কাছে না পেলে??
প্রেম ছাড়া প্রেমিক বলো বাঁচে কী হালে!!!