তোমারো বিরহে প্রিয়
বাঁচে না আমার প্রাণ!
জ্বলিতেছি অঙ্গারসম
গাহিছি বিরহ গান !!


স্বপ্ন সেতো স্বপ্ন রহিল
পূরিলনা সে সাধ !
মন বাঞ্ছার হয়েছে বিনাশ
ঘটিতেছে আমারো প্রমাদ!!


অশ্রু আমার শুকিয়ে গেছে
সাহারা মরুর  বালুকাসম !
যেওনা যেওনা চলে
দাঁড়াও প্রিয় একটু থামো !!


প্রেমের যে বড়ো অভাব
আমার এ অন্ধকার শহরে !
হারিয়ে গিয়ে মিশে রয়েছো
আমারো নয়ন জলের ভিতরে!!


প্রেম যে এক বিশেষ অনুভূতি
এ বিশ্ব ভূবনে!
বিরহে তার দ্বি-গুণ হয়ে যায়
যে প্রেম করে কেবল সে জানে !!


তোমার জন্য করিব প্রিয়
হাজারো অপেক্ষা!
অশ্রু বিনিময়ে কেবল -
চাইছি একটু প্রেমের ভিক্ষা !!