রাজপথে আজ ভিক্ষাবৃত্তি-
উড়ছে বাতাসে আধুনিকতা?
চাই,অন্ন,বস্ত্র আর বাসস্থান -
তাতেও দেখি সাম্প্রদায়িকতা!!


শাসনের নামে শোষণ চলে,
হেথা মাতৃত্বের সম্মান হয় ক্ষুন্ন,
যুগে যুগে তারাই হয় ইতিহাস-
যারা করেছে সতীত্বকে ছিন্ন!!


বহু দিন আগে উঠেছে সূর্য,
তবুও হেথা ঘোর অন্ধকার,
রাজার নামে শাসন চলে ,
না করে কোনো প্রতিকার !!


রাজার রাজ্যে সবাই নির্বোধ,
আছে মুখে কুলু পেটে-
কারো ঘরে ভাত চড়ে না -
কেউ বা গড়ে টাকার ভিটে!!