আজ বহিছে সু-গন্ধি ধারা এ সমীরনে;
প্রেয়সী মোর এসেছে কি এই মরুদ্যান??


তাহার পরশে বিষ বৃক্ষকন্টকে উদিত পুষ্পবৃন্ত;
প্রেম অলি সব করছে তান,কী কব তার বৃতান্ত!!


তপ্ত এ মরু মোর প্রেয়সীর সু- গন্ধে শীতল;
দেখিয়া প্রেয়সীরে সদা চোখে বহে জল !!


যেনো চেয়ে থাকি, মৃদু-ভাষী ওই প্রেম নয়নে ;
প্রাণ মরু মোর হয় যে ব্যাকুল,প্রেয়সীর নর্তনে !!


"অপরূপা",তাঁর হালকা চাহনি,প্রেমের রত্নাকর,
প্রেয়সী মোর প্রেমের কাব্যে,দুর্লভ এক আবিষ্কার!!


এতো ডাকিয়া তোমায়, বুঝি এই সময় হলো —
ফিরে যদি যাইবে,তবে কেন নিয়ে এলে আলো!!