কেন গো রয়েছ দূরে জ্বালায়ে আমায় পিরিতের আগুনে-
সদায় সানন্দে থাকো তুমি,প্রিয় কোন সে কারনে?
ভেবেছিনু থাকব সুখে,রবে তুমি আমারো পাশে
তবু হাসিতেছ আমরো দুঃখে,কোন সে অভিমানে !
ছুটে যায় তোমার আশায়,কত সাগর নদীতে তরী ভাসায়,
এখন বুঝি দিন ফুরাইয়ে যায়,ভেবে ভেবে প্রিয়ারো সনে
জ্বলে মিলনের আগ্নেয়গিরি,এসো লয়ে প্রেমের বারি,
তাই দিবানিশি তোমায় স্মরি,বসে প্রেমের মরুদ্যানে!!
আমার আঁখিতে তোমারই জ্যোতি,আমি চিরাগ তুমি বাতি,
ভেবেছিনু সদানন্দে কাটাব রাতি,তব মিলনো দয়মিয়ানে
ভিতরে যেনো ছাইচাপা আগুন,বাহিরেতে যেনো মৃদু ফাগুন,
তব বিরহ বিষে আমার মরন, তব আত্মাভিমানে!!