এখনো কি আছো প্রিয় অভিমানী সেজে?
লোহিত বর্ণ ঝরে অশ্রু,কেঁদে-কেঁদে!
অভিমান কী এতো প্রিয়,আসনা কাছে,
অশ্রু অঙ্গারে আমি, প্রিয় আছি ভিজে!
রেখে আমায় প্রিয় ওগো অভিমানে-
আছো তুমি প্রিয় কোন সে কাননে!
প্রেম এক অমূল্য নিধি এ বিশ্ব ভুবনে,
বিরহী সেজেছি আমি তোমারই কারণে!
দূর হতে তোমায় দেখে না পায় তৃপ্তি,
উদিত কর মন পিঞ্জিরায় প্রখর দৃপ্তি!!