মরমে রয়েছে গাঁথা তোমার বিরহ বিধুর,
দেখিয়াও মন ভরে'না সে রূপ সুমধুর!!
তুমি প্রিয় রূপ নয়নী থাকো আবেগে -
মন পিঞ্জিরায় জ্বলছে অঙ্গার তোমা বিয়োগে!!
পান্না চুনি মুক্তো সহিত গেঁথেছি প্রেমের মালা;
এসো এসো ছুটিয়া এসো,ডুবলো নিশি গেল বেলা
তোমার পরশে বন্য তরুলতায় ফুটেছে বাহারি ফুল,
এ দরমীয়ানে সে প্রেমের কাননে হয়ে মশগুল !!


অতঃপর নামে অন্ধকার সে এ প্রেমের সহরে -
হেন রবির আভা মৃদু হয়ে আসে প্রেমের অনাহারে!!
তোমার প্রেমের আশীষ পেলে হবো ধন্য এ ভুবনে -
মরিয়াও বাঁচিয়া রব শুধু তোমার ' ই কারনে !!
হেরি যত বদন,আমি দেখি তোমার আদলে গড়া
উর্ধ্ব গননে ছুটিয়া চলি মিলনে হয়ে পাগল পারা !!
প্রেমাকার তৈয়ার করে রয়েছো কোন সে অচিন পুরে
দিবানিশি তোমায় স্বরি ওগো ডুবিয়া বিরহ জ্বরে !!