ভাবসাগরে ভাবাধারে আছিনু ভাসি,
অটল বিরহের ধারা বহে্ দু-নয়নে-
গতি ছিন্ন করে তাই আছি ঠাই বসি;
সেই সে তোমার মধুর রূপের গুনে !!
বিবাগী হয়ে ফিরছি,রূপ-মনোহরা,
মরিচীকা তুমি,ছুঁয়েও ছোঁয়া যায় না ,
রূপ সাগরে ,গহীন বনে(হয়ে)দিশেহারা -
আসমানে চাহি,অঝোরে কেঁদে(করি)প্রার্থনা!!


    আসিব ফিরে সে প্রেমের পরশ লয়ে ,
সাধিতে সে প্রেম এই মরু ককনদে;
ভাসিয়েছি প্রেম মাল্য অশ্রুবারি দিয়ে ,
অশ্রু সিক্ত এ নয়ন ঝরে গো নিঃশব্দে!
বিভোর আছি তব প্রেমের পরশ পিয়ে-
বাঁচিয়া আছি গো তব প্রেমের আস্পদে !!