তব আলিঙ্গন দাও হে মোর অন্তরে,
উঠেছে হা-হুতাশন এ মরু প্রান্তরে!!
ঝরে যায় কুসুম—কলি তব বিরাগে,
কেন গো রয়েছ তুমি নিজ অনুরাগে!!
ব্যাকুল হয়ে আছি চেয়ে সেই দিগন্তে ,
আসিবে বলে মোর প্রিয়া এই বসন্তে!!
এই জীর্ণ-শীর্ণ তনু তোমারাই জন্যে,
তব প্রেমের লাগি ছুটি শত অরণ্যে!!


    তব রূপ কী বর্ণিব,তুমি সৌদামিনী,
মোর এই মরুস্থলে কাঞ্চন -কামিনী
প্রেমের সাগরে বহে যেন রূপ বন্যা-
চাহিনা খোদার স্বর্গ,সে মম অনন্যা!!
দেখিলে সেই শোভা হয় গো মনোরমা,
ত্রি-সংসারে তুল্যহীন প্যারীর উপমা !!