মাগো্  তোমার বীণা বাজে মধুর তানে-
কত পাপী হল সতী,তোমার বিদ্যার গুণে-


সাজিয়েছি প্রেম আরতি-
তোমার চরণ ধরে চাইছি মুক্তি,
বিদ্যা দাও হে মা সরস্বতী,কলম ও কালি বিহনে!


মাগো্ তুমি শতরূপা,
দয়াকরে কর হে কৃপা ,
জ্বালাও অন্তরে ভক্তি দীপা,রাখো তোমার চরণে !!


মাগো্ ছলনা তুমি কত করবে,
অজ্ঞানতায় আমারে মারবে,
ভক্তাঞ্জলি কবে গ্ৰহন করবে,এসে এই হৃদাসনে !!


মাগো্ তোমার ওইহাসি মুখ,
দেখলে প'রে পায় স্বর্গ সুখ ,
ভুলে যায় মা বেদনার দুখ,থাকলে তোমার সামনে!