তনুর চিত্তে উঠিল যবে,মনোহরা ফার্হাদ ,
মিলনে শিঁরি উতলা,চাহে আসমানী চাঁদ —
পরমাসুন্দরী হেরেমের দুলালী,
ফার্হাদ প্রেমে সে প্রণয়ী রুপালী,
গিরি ’পরে শিঁরির রূপ চিত্রিত মিলন বিষাদ !!
কেঁদে কেঁদে ফেরে শিঁরি,ফার্হাদে,
মিলনে মিটাবে সাধ এহেন বিষাদে,
মধুর প্রেমের এই বিরহী যাতনা,
শিঁরির প্রণয়ে ফার্হাদ স্থির রহেনা,
মিলন আলিঙ্গনে ঘটে  চিত্রক ফার্হাদের প্রমাদ !!

উৎস—
মহাকবি হাকিম আবুল কাশেম ফেরদৌসী তুসি রচিত ফার্সি মহাকাব্য“শাহনামা”ও তদ-গুণিত নিজামী গঞ্জবিই রচিত “খসরু ওয়া শিরিন” কাব্যের ক্ষুদ্র অংশ বিশেষ।