বল কী সুখ পেলে তুমি,আমারে কাঁদায়া,
অশ্রুনীরে গেল ভাসি,আমার পারন হিয়া—
শ্রোণিত নয়ন জলে-
উদিত বেদনা ফুলে,
অহর্নিশি মরি জ্বলে,তব বিরহে ভাসিয়া!
বিরহ বেণু বাজে অবিরত,
জ্বালায়ে পুড়ায়ে মারিবে কত?
কপোতী কুহুক যত,বাজে বেদনার গীত হইয়া!