এই দীর্ঘ রজনী, স্তব্ধ বাতাস
আমার কান্ত আকাশ, আর সহবাস
ব্যাকুলতা র সাথে।
যখন হৃদপিণ্ড ধক ধক করতে করতে সব কিছুর আগে ছুটতে থাকে,
ঠিক তখনই আসে পাশে কি যেন
খুঁজতে থাকে দু চোখ।
শোক!
প্রাণ হারানোর নাহ মন ?
মানতে নাহ চেয়েও চট জলদি লেখা সব কবিতা গুলো যেমন ছিরে ফেলা যায়,
তেমনই কুড়িয়ে নিয়ে মুঠো খুললে দেখা যায় শুধুই ঝড়া পাতা।
গান বাঁধলে বিরহের, সেখানে
খোঁজ কেমনে পাবে সোহাগে র ?
ফুরিয়ে যাওয়া কাল আর
রাত জেগে দেখা সকাল
বোঝো কত আপন,
গন্ধ লেগে থাকে অপেক্ষার।
সব দোষ কি শুধুই ঝড়া পাতার ?
পরের বসন্তে আবার ঝড়বো,
জড়িয়ে ধরবো অনাদর, অনায়াসে।
জানিস,
ভালোবাসায়, ভালোবাসা আসে।