এই বৃষ্টিতে অনাবৃষ্টি তে আমি তোমায় ভালো বেসেছি
কালবৈশাখী তে ধংসলীলার মাঝে আমি ব্যস্ত হয়ে তোমায় দেখি
তুমি এমন দামি, যেন চন্দ্রকান্তমনী
এই সৃষ্টিতে অনাসৃষ্টিতে আমি তোমায় আগেও ডেকেছি
উপেক্ষা করে সেই ডাকে তুমি কবিতা লিখতে বসেছ
শান্ত, স্নিগ্ধ তবু বড্ড অভিমানী
আকাঙ্খাতে অনাকাঙ্খাতে আমার রাজ্য জুড়ে গল্প তোমার,
কোলাহল কত উতসাহিদের
শুনবে বলে, প্রেম কাহিনী
তোমার আমার ।
গল্প বলেছে কত পড়ন্ত বিকেল, শালিক পাখির দল
নতুন আবদার গুলোর কাছে কি সব কিছুই ঝাপসা হয়ে যায় ?
বাকি থাকেনা কিছুই ?
পিছুটান টাই যে ভালোবাসা, বুঝিস নি বল ?