বদলে যাও তুমি, বদলে যাক সব
কখনো চাইনি আমি, না চেয়েছো তুমি;
চেয়েছি বৃষ্টির এই রিমঝিম ঝরুক অবিরত।


জ্যোৎস্না রাতে একাকী হারিয়ে যাওয়া
চাইনি থেমে থাকুক, আসুক প্রতিবন্ধক..
হাত ধরে হাঁটতে না পারি সমান্তরালে
একই ট্রেনের যাত্রী হতে চেয়েছি সন্তর্পণে।


ভেবেছি এভাবেই একদিন ঈর্ষণীয় পাহাড় ছোঁব,
একই হাতের স্পর্শে জাগবে পাহাড়, ডাকবে নদী!


স্বপ্নগুলো ডায়েরীর পাতায় সাজিয়ে তুলিনি,
প্রাত্যহিক রোজনামচায় ভরিয়েছি সাদা পাতা।
তবু বেঁচেছিল ওরা রাত্রির গভীরে তারাদের বুকে,
শতাব্দী বয়ে গেছে, ম্লান আজ ক্যানভাসের পাতা।


স্তব্ধ অবরুদ্ধ হতে টানে ঘড়ির কাটা....


দোর্দণ্ড প্রতাপে আজও তবু জোছনার গন্ধ মাখে,
তবুও দীপ্তিময় রাতের তারা আভিজাত্যে সমুজ্জ্বল!
সারসের কাছে বিদায় নেবার আগে তাই
আরও একবার ভরা বর্ষায় ভেজার সাধ জাগে!