ভুলে যেয়েও যেনো
ভুলি নাই কিছু ।
মনে থেকেও যেনো
মনে নাই কিছু ।
সব আছে যেনো
নাই অনেক কিছু ।
বহু পেয়েও যেনো
পাই নাই কিছু ।


যা ভুলি নাই তার বেদনা অনেক,
মনে নাই যা তার আক্ষেপ অনেক,
নাই যা তার আফসোস অধিক,
যা পাই নাই তার অপেক্ষা অনেক,


নাই এর মাঝে অনেক আছে
তবু কেন নাই মূল্য পায় ?
অনেক আছে তবু কেনো চোখ
নাই এর দিকেই দৃষ্টি ধায়?
এতো নাই এর সাধনার ছলে
আছে যা তাও কেবল দুঃখ পায় ।


এতো নাই নাই করে যদি
আছে যা তার হয় দূরছাই,
তবে তো যা নাই তার
আসলেই কোনো মূল্য নাই ।