গভীর অনলে জ্বলিবে তুমি যবে,
সকলে জ্বালাইবে তোমারে
কেহ জ্বলিবে না তোমার সনে।
জ্বলিবে তুমি,সহিবে তুমি
তাতে কার কী বা যায় আসে?
তবু বাহ্যিক জগতে সকলের নয়নে
কেবল তোমার ত্রুটি ভাসে।


জগত সদা প্রশ্ন তুলিবে,
কী করিলে তুমি এ ভবে?
প্রশ্ন শুনিয়া থমকে দাঁড়ালে
কী করে তুমি জয়ী হবে?


সকল প্রশ্নের জবাব দেবার
তোমার পরেনি কোনো দায়,
সকলের জবাব দিয়ে
তোমার হবে কী কোনো আয়!


কেউ করিবে তীব্র অপমান,
কেউ বা দিবে মান।
তবে কখনো ভেবো না
ভারী হবে তোমার মানের পরিমাণ।


কে কী বলিছে
এতো ভেবে কী হবে?
সবার ভাবনা দেখিলে,
তুমি নিজের ভাবনা দেখিবে কবে?


নিজের ভাবনা নিয়ে
ভেবে দেখ একবার,
এ জগতের সকলেরে
ভালোলাগিবে বারবার।