কীটের পুনর্জন্ম
...
কীটের জন্ম নেয়ার বাসনা
এখনও মৃত্যুবরণ করেনি
রোজ আঁতুড়ঘরে রৌদ্র খেলে শিশুর মতো
কার্নিশে ঘুরে উন্মত্তের মতো
সুর তোলে গানকলির
সাজায় দাগে দাগে চিতা
কোনো পুষ্ট নারীর সিক্ত
বহির্বাসে
আবার পুনর্জন্ম..



প্রতিবাদ পুষি
...
সারি সারি ভিড়ের বুক
চিড়ে দেয় অর্কেস্ট্রার সুর
ভেসে আসা বাতাস কেঁদে ফেলে
শুন,
আমার আত্মা অজ্ঞান ছাদে
বিধ্বস্ত মানবজাতি, সাবধান !
হাতুড়ি ত্রিশূল তন্নতন্ন
ভগবান ও কাঁদুন চিল্লে চিল্লে
শিকলবানী ভাঙবে আমারই
একার
নীরবে কোনোদিন
চিড়ে ফেলব আপনার বুক
আপনিই শত্রু
আপনিই দোষী
আপনার জন্যই প্রতিবাদ পুষি ।