প্রিয়ার ললাটে হাত রেখে
প্রেমী ভিজে ছিল রোদে,


তাঁবুর ভিতর উষ্ণ রাত
কেটেছিল অনুরোধে ।


লাল স্নাত ঠোঁটের স্বাদ
আর চিকন নিষ্কলঙ্ক মুখ;


সেরাত দিয়েছিল তাকে
হাজার বছরের সুখ ।


আজ কেমন উল্টো প্রশ্ন,
"চাঁদের বুক নিষ্কলঙ্ক কই !"


নষ্ট প্রেমের আঘাতেই
রক্ত ফিনকি দিয়ে বেরোয় ।