বৃষ্টির রাতে দাঁড়িয়ে
হাত দুটো দি বাড়িয়ে -
    পাইনে দেখা
     স্বপ্ন মাখা
ঘুম যায় হারিয়ে ;

যাস যে চলে
ভাসিয়ে জলে
হৃদয়টা কে নাড়িয়ে ।।

বেলা বয়ে যায়
ফিরে ফিরে চাই -
     কেনো এলি
     কেনো গেলি
বদলে দিলি আমায় ;

যায় ভেসে
থামি এসে
সমুদ্দের কিনারায় ।।

চলবো না আর সাথে
থাকবে না হাত হাতে-
    মেলে আঁখি
    আমি একাকী
দেখি তোকে রাতে ;

চলে যা.
দিচ্ছি সাজা
ভুলে যায় যাতে ।।