কোটি কোটি বছর আগের
প্রথম প্রেয়সীকে খুঁজেছি
আদিম পৃথিবীতে ।
কোন নীল স্রোতস্বিনীর তীরে
সমস্ত অপেক্ষার, ক্লান্তির অবসান ।
নীল দুটি অপলক আঁখি চেয়েই থাকে;
এক একটি মুহূর্ত যেন অনন্তকাল ।


অবর্ণীয়
আমার মুগ্ধতা
আমার বিভরতা
তার অকল্পনীয় সৌন্দর্যের কাছে
হার মানে সমস্ত জাগতিক প্রাণী ।


অকৃত্রিম দুটি লাল ঠোঁট ফাঁক হয় তার
কিন্তু শব্দ নেই ।
এমনি
যুগ যুগ ধরে একটি বন্ধন এখনও আছে
নীরবে । নিভৃতে । অনুচ্চারিত আভাসে ।