রক্তাল সময়ে শুয়ে পড়ে পোষা বেড়াল
কোনো নারী
বুলাইনি তার জ্বালাময়ী হাত
আমার শরীরে; তাই আমি
শুয়ে আছি সমস্ত ব্রীজ জুড়ে


বৃষ্টির নীল রঙ লেগে আছে
কবির ঠোঁটে; কবি উন্মুখ-
যে স্বপ্নের রহস্য নিয়ে
সেই স্বপ্ন আমি বেচেছি এক নারীর কাছে।
এখন আমি শূন্যমাত্রিক