লোকালয় থেকে-জনপদ থেকে
         বহু-বহুদূরে
আবার
আমার সোনালী তরী
আছড়ে পড়ে বালুতটে
এক খাবল জল ছিটকে পড়ে মুখের সামনে
ক্লান্ত মেঘ সেঁধিয়ে যায়
মায়ের কোলে
বালির বিছানায় বৃষ্টি ঝরে
সংবিৎ ফিরে পায় মূর্ছা পাপড়ি
নতুন করে আঁতুর ঘরে ।


এখনও
ঐ স্নিগ্ধ বালি
মালিশ করে আমার সর্বাঙ্গে
সমুদ্র ফেনা ।।
আমায় টানে স্পর্শের আদলে ।।