অভিনীত হাসিতে ছেয়ে গেছে ধরা,
অন্তরালে সকলে জীবন্ত মরা।
পৃথিবী জুড়ে আজ মিছে হাসিমুখ,
না জানি অভিনয়ে আছে কি সুখ?
এত মিছে আছে তাই এ ভুবন অচল,
অভিনয় মূলত মিছে প্রেমের ফসল।
সবখানে মিছে মায়া-শুধু শুধু ব্যাথা,
অশ্রু লুকিয়ে লোকে হেসে বলে কথা।
ওহে বিধি আর কত চলবে মিথ্যাচার?
নাই কি কোনো পথ এ থেকে বাঁচার?