আজি বিষাদের মেঘে ছেয়ে গেছে মম হিয়া নীলাম্বর,
লুকিয়ে ঝরায় বারি নশ্বর এ নয়নের প্রান্তর।
নিজের থেকে আড়ালে গিয়ে লুকাতে নাহি পারি,
সেই স্মৃতিগুলো যে ফেলেছে বেঁধে দিচ্ছে নাকো ছাড়ি।
খুজে বেড়াই চির পরিচিত বিকেলগুলি সেই,
যখন তব হাতে ছিল মম হাত, কই সেগুলো কই?
তুমি নেই বলে আজি দেখি না সূর্যের হাসি,
তুমি নেই বলে ধরতে চাহি না ওই মেঘ রাশি।
তুমি ছিলে যখন আমার ইচ্ছে ছিল তখন,
সুদূর নীলাম্বরের শুভ্র মেঘের মাঝে মোরা করিবো গমন।
ধবল সে মেঘে মালা গেঁথে পড়াবো তব গলায়,
কিন্তু হয়! আজি অভিমান মিশে গেছে সে মালায়!