ভাইয়া তুমি আমায় রেখে যাচ্ছো একা মেলায়,
ঠিক আছে যাও, মনে রেখো, অসবে বিকাল বেলায়।
আমার জন্য আনতে হবে গলার মালা-চুড়ি,
নইলে আমি তোমার গলায় চালিয়ে দেবো ছুরি।
খাবো আমি তেলে ভাজা, খাবো মন্ডা মিঠাই,
আমার তরে দিও গো এনে ওগো লক্ষ্মী ভাই।
কপালের টিপ, পায়ের আলতা আনতে যদি ভোলো,
উড়িয়ে দেবো তোমায় আমি, ওড়ে যেমন তুলো।
সুগন্ধি তেল আনতে হবে, এইটা বড় দাবি,
নইলে পিটানি দেবো তোমার আমি এবং ভাবি।
ওরে বাবা এ কি বলে আমার পাগলি বোন,
আপু রে তোর পায়ে পড়ি, আমার কথা শোন।
এনে দেবো লাল শাড়ি আর গলার মালা-চুড়ি,
তোমার সামনে ধরবো মেলে, মিষ্টি বোঝাই ঝুড়ি।
দোহাই তোমার ছাড়ো এবার, যাবো অনেকদূর,
দেরি হলে রিকশাওয়ালা করবে না ঘুরঘুর।
এখন আমায় দাও গো বিদায়, আমি এখন যাই,
শোনো-তোমার ভাবিকে আমি একচুল ভয় না পাই।
লাভ হবে না তোমার ভাবির ভয় দেখিয়ে আমায়,
যাই হোক, আমার হচ্ছে দেরি, দাওগো আমায় বিদায়।