একঘেয়ে রাত যেন এসে গেছে ভবে,
নাহি জানি এই নিশি শেষ হবে কবে।
বিনিদ্র রজনীতে মন শুধু কাঁদে,
কেন পড়েছিলাম আমি তোর প্রেমেরই ফাঁদে।
ভালোবাসা নহে পাপ গুণীজনে বলে,
মোর হিয়ার প্রান্তর কেন তবে জ্বলে?
যুগে যুগে কত প্রেমিক এসেছিল- গিয়েছে,
তারাও কি মোর মত জ্বালা এত পেয়েছে?
মোর সাথে কেঁদে ওঠে দুর নীলিমার তারা,
বাতায়ন পানে মিটিমিটি চাহিয়া আছে যারা।
নিশিত রাতের সঙ্গী যেন অম্বরের ওই ফুল,
সেও কি তবে আমার মতই করেছিল কভু ভুল?
না রে বোকা, ভুল নহে প্রেম-ভুল নহে তোর মায়া,
ভালোবাসলে আসেই জীবনে বিষাদের কালো ছায়া।
এই কথাটি বলে সান্তনা দিতে চায় সবাই,
কেউ বোঝে না ধরার কাছে এই আমি কি চাই।
হিয়ার কোণে ধিকিধিকি জ্বলছে ব্যথার উনুন,
একটু একটু করে তাহা করছে আমায় খুন।
তোর কথা ভাবতে গেলে জ্বলে যায় মম চিত্ত,
অশ্রুজলে নেভে না তাহা পুড়ে মরি নিত্য।
এমন প্রভাত আসবে কবে এই জগতের মাঝে,
যখন তখন টেনে তোকে লুকাবো বুকে ভাঁজে।
এমনটি কি হবারই নয়-নেহাতই কল্পনা?
তবে কেন হৃদয় মাঝে এ নিয়ে আল্পনা?