বাসন্তী আবির মাখা ফাগুন প্রভাতে,
এ ধরা জাগিল নব রক্তিম আভাতে।
কুহু গান গায় পিক বসে শিমুল মগডালে,
মরা নদীর মোহনা ছেয়ে গেলো রক্তিম পালে।
মহী আজি লালে লাল ফাগুনের আগমনে,
ফুরফুরে হাওয়ায় যেন লাগিল দোলা মনে।
ফাগুন পবনে উড়ে গেলো শীতের বিরহ,
তবে কেন তুমি প্রিয় এত দূরে রহ?
এসো আজি প্রাণে প্রাণ যেন মিলে যায়,
হারিয়ে যাই চলো ফাগুন হাওয়ায়.....