মুজিব তুমি দেশকে দিলে কোন সেনাদের হাতে,
গলা কেটে মোদের তারা মারছে যে দিন রাতে।
স্বাধীনতা বিকিয়ে মোদের করছে পরাধীন,
স্বাধীন দেশের হেহারা কেন এমন ইজ্জত হীন?
অদ্য তুমি স্বর্গে বসে দেখছো তামাশা,
গণমানুষের প্রতি তোমার এই কি ভালোবাসা?
রুদ্ধ মানব নিজের দেশে মেকি স্বাধীনতায়,
ফুকারি বলি আজ বাংলার মানুষ বাঁচতে চায়।
বাঁচতে গিয়ে যাচ্ছে মরে তোমার সেনাদল,
এই কি ছিল এক সমুদ্র রক্ত ঝরার ফল?
যার হাতে আজ দেশকে দিয়ে হয়েছো নিশ্চিন্ত,
সে তো আজি দিচ্ছে ছিঁড়ে স্বাধীনতার বৃন্ত।
আজকে লাগবে শুধু তোমায় রক্ষা করতে দেশ,
যদি তুমি হও উদাসীন সকলি হবে শেষ।
স্বর্গ ছেড়ে এসো নেমে ধুলায় ভরা মর্ত্যে,
তোমার ভয়ে দুষ্কৃতিরা তলিয়ে যাবে গর্তে।
বঙ্গদেশের স্বাধীনতা হয়ে গেছে নির্জীব,
তার শিকড়ে পানি ঢালতে ফিরে আসো মুজিব।
বন্ধ করতে দুর্নীতি আর অবৈধ সব কারবার,
মুজিব তোমায় আসতে হবে একবার নয়-বারবার।