এক পলকে হারিয়ে যাবো সফেদ বসন আড়ালে,
বুঝবে তখন ওহে প্রিয় কাকে তুমি হারালে।
সস্তা পেয়ে করে দিলে দারুণ অবহেলা,
একদিন যাবে গণেশ উল্টে বিধির মজার খেলা।
চন্দ্র তারা থাকবে ধরায় স্মৃতিতে রবো আমি,
তোমার থেকে দূরে সরিয়ে দেবেন অন্তর্যামী।
দেখবে সেদিন সহ্য করার তরেও আমি নাই,
থাকবো শুধু স্মৃতির মাঝে নিয়ে মম ঠাই।
সেই দিনটার প্রস্তুতি আজ নিচ্ছি ভগ্ন হিয়ায়,
সবটুকু ঘাত দিয়ে এখন দাও গো আমায় বিদায়।
যাবো চলে তোমার থেকে শত মাইল দূরে,
এই তো সময়-যত খুশি দাও আঘাত ছুড়ে।
হারিয়ে যাবো চিরতরে ফিরবো না আর,
সেদিন তুমি করবে কোথায় অপেক্ষা আমার?