প্রেমিকা হতে চাও?
তবে দেখি দুঃসাহসী কতটা তুমি
নিজেকে ভেঙেচুরে গড়তে হবে শতবার
নিজের তরে নয়-নহে আমার তরে।
বহুরূপী হতে হবে সময়ের প্রয়োজনে।
এ ধরায় আমি ছাড়া র'বে না কোনো
ভয় উদ্রেককারী প্রাণী।
পারো যদি সর্বস্ব ছাড়ো
অনিশ্চিত এক সুদিনের আশায়।
সূক্ষ্ম সুতার পথে চলতে হবে আমৃত্যু,
যেন পুলসিরাতের পথ।
সে পথ পাড়ি দিয়ে দেখো যদি
নেই আমি। তবু বিন্দুমাত্র হতাশ না হয়ে
যদি অপেক্ষা করো মম,
তবেই বিজয়ী তুমি, শেষ হাসিটা
থাকবে শুধুই তোমার।
তবেই তুমি হবে মম যোগ্য প্রেমিকা।