এই বুক প্রিয়হীন তাই কাঁদে শুধু,
শূন্য এ প্রাণ যেন মরুভূমি ধূ ধূ।
কাজল কালো দু নয়ন কেড়ে নেবে মন,
থাকি অপেক্ষায় আমি-আসবে সে কখন?
প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাই সে আসুক,
হাতে হাত, চোখে চোখ রেখে সে বসুক।
সুখসাগরে ভাসবো তার ওই দুটি হাত ধরে,
বেধে দেবো মায়াতে-না যায় যেন ছেড়ে।
এত শত কল্পনাতে ডুবে আছি আজ,
না জানি পড়বে কবে পূর্ণতার বাজ!
আসে কি সদা সে কাঙ্ক্ষিত কেউ,
বুকে যে দেবে তুলে পুলোকের ঢেউ?