দূরে ঠেলে দিয়ে তোকে কবিতাকে ছুঁই,
কবিতার পাতা জুড়ে শুধু আমি তুই।
অভিমানে কবিতার চোখে আসে জল,
কেন এত অভিমান বল তুই বল।
ভালোবাসা নহে পাপ সে তো আমি জানি।
তবে কেন আমার এই দুটি চোখে পানি?
কবিতারা কাঁদে তাই লেখা থেমে যায়,
রংতুলি হয়ে দেয় হাতছানি আমায়।
কবিতার আড়ালে ভেজে দুটি আঁখি,
লেখা মুছে হৃদ পটে তোর ছবি আঁকি।
হাসি এঁকে দিতে গিয়ে চোখ ফাটে ফের,
মরে গেলে ভালো হতো এর চেয়ে ঢের।
তবু সয়ে যাই আমি ভালোবাসি তাই,
তোকে আশা করে আমি পাই শুধু ছাই।
ছাইচাপা আগুনে জ্বলে যায় বুক,
অশ্রুর জলে ভাসে তোর সেই মুখ।
কত চেনা এই মুখ ইচ্ছে করে ছুঁই,
হাত বাড়িয়ে দেখি নেই পাশে তুই।
নীরবে করি আমি শুধু হাহাকার,
ওহে প্রিয়া বল কবে হবি তুই আমার?