এই পৃথিবী ক্ষণস্থায়ী
যেতে হবে ছেড়ে,
তবু কেন পরের দিকে
দিচ্ছো আঘাত ছুড়ে?
মিছে মায়ায় মোহে পড়ে
ভুলছো প্রভুকে,
একটুখানি দেখো ভেবে
শ্বাস কে দিল বুকে?
প্রভুর অন্ন গ্রহণ করেও
করছো নাফরমান,
শক্তি তব হবে যে শেষ
বাহির হলে প্রাণ।
ওই জগতে ভরসা তিনি
করছো যাকে পর,
চাইলে তিনি এক নিমিষে
ভাঙবে তোমার ঘর।
তাই বলি ভাই বিপথ ছেড়ে
এসো প্রভুর পথে,
তবেই মহান তুলবে তোমায়
স্বর্গে যাবার রথে।